বিবি ক্রিম মেখেই হবে স্কিন কেয়ার ও মেকআপ লুক

বিবি ক্রিম মেখেই হবে স্কিন কেয়ার ও মেকআপ লুক

অনেকেই ফাউন্ডেশন দিয়ে সুন্দর মেকআপ করতে পারে না। আবার অনেকেই ফাউন্ডেশনের হেভি মেকআপ লুক নিয়ে ক্লাস বা অফিস করতে পারে না। সেক্ষেত্রে বিবি ক্রিম ব্যবহার করা যায়। বিবি ক্রিম মানে হলো বিউটি বাম বা ব্লেমিশ বাম। এই বিবি ক্রিম দিয়ে রেগুলার বাহিরে বের হবার জন্য বেশ সুন্দর একটা সফট মেকআপ লুক করা যায়। এতক্ষণে তাহলে নিশ্চয়ই ভাবছেন যে, বিবি ক্রিম দিয়ে আবার কীভাবে স্কিন কেয়ার করা যায়, তাই না? সত্যিই এটা বেশির ভাগ মেয়েদের কাছে অবাক করার বিষয়। কারণ, বিবি ক্রিম বলতেই অনেকে শুধু মেকআপ প্রোডাক্ট বা প্রসাধন সামগ্রী বোঝে। আজ তবে বিবি ক্রিমকে মেকআপ প্রোডাক্ট ভাবার পাশাপাশি জানুন স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবেও!

 

বিবি ক্রিম দিয়ে যেভাবে হয় স্কিন কেয়ার

বিউটি বাম বা ব্লেমিশ বাম ক্রিম যেসকল উপাদানে তৈরি হয়, তা স্কিন কেয়ার কতটা উপকারী চলুন এবার তা জেনে নেই!

  • স্কিন প্রোটেকট্যান্টঃ বিবি ক্রিম একটা প্রসাধনী হয়েও কীভাবে স্কিন প্রোটেকট্যান্ট হিসেবে কাজ করবে? ভাবতেই অবাক লাগছে তাই না? কিন্তু এই ক্রিমে রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা স্কিন প্রোটেকট্যান্ট হিসেবে কাজ করে।

 

  • ময়েশ্চারাইজারঃ বিবি ক্রিম কীভাবে ময়েশ্চারাইজ করে জানেন কি? অনেকেই তা জানে না। বিবি ক্রিম-এ থাকে হায়ালুরনিক এসিড(Hayaluronic Acid), প্যান্থেনল (Panthenol), গ্লিসারিন(Glycerin) ও সিরামাইডস(Ceramides) ইত্যাদি। এই উপাদানসমূহ ড্রাই স্কিনের জন্য অনেক ভালো। কারণ, বিবি ক্রিমে অবস্থিত এই উপাদানগুলো ত্বককে মায়েশ্চারাইজ করে।

 

  • মিনারেল এসপিএফঃ এসপিএফ(spf) শব্দটির সাথে আমরা সবাই প্রায় পরিচিত। কিন্তু এসপিএফ বলতে কী বুঝায় তা কি আপনি জানেন? এসপিএফ এর মানে হলো সান প্রোটেকশন ফ্যাক্টর। আর এই মিনারেল এসপিএফ হিসেবে বিবি ক্রিমে থাকে জিংক অক্সাইড(zinc oxide), টাইটেনিয়াম অক্সাইড(titanium oxide) ইত্যাদি। এই মিনারেল এসপিএফ ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে।

 

  • স্কিন ব্রাইটনিং ও ফার্মিং এজেন্টঃ আপনি কি লাবণ্যময় উজ্জ্বল ত্বক চান? অনেকেই চাই তাই না? বিবি ক্রিম-এ স্কিন ব্রাইট করতে রয়েছে নিয়াসিনামাইড(niacinamide) ও লিকোরিস রুট(licorice root)। তাছাড়া এতে আরও রয়েছে পেপটাইড, হাইড্রোলাইজড কোলাজেন যা আমাদের স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে।

সুতরাং বিবি ক্রিম মানেই শুধু মেকআপ প্রোডাক্ট না। বিবি ক্রিম স্কিন কেয়ারেও সাহায্য করে। যারা স্কিন নিয়ে অনেক টেনশনে থাকেন ও যারা খুব ভালো মেকআপ করতে জানেন তাদের এই লেখাটি পড়ে খুব ভালো লেগেছে। এখন থেকে স্কিন বাজে হবার ভয় না করে বিবি ক্রিম দিয়ে সাজুন মনের মতো!

 

 


রিলেটেড পোস্ট