
আনিকা বুসরা, এই জেনারেশনের জনপ্রিয় বিউটি এক্সপার্টদের মধ্যে একজন। প্রফেশনাল স্কিন কেয়ার, হেয়ার ট্রিটমেন্ট আর মেকওভারের জন্য তার বিউটি স্যালন “Splendor by Anneka Bushra” অনেকের কাছেই বেশ পরিচিত। আমরা আনিকার সাথে কথা বলছিলাম স্কিনের বিভিন্ন প্রবলেম আর তার সমাধান সম্পর্কে। আজকের লিখায় আমরা এসব স্কিন কেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করবো।
স্কিন কেয়ারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় কী?
স্কিন কেয়ার শুরু করার আগে স্কিন টাইপ ভালোভাবে বুঝাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এতে স্কিন কেয়ার অনেক সহজ হয়ে যায়। যেমন; আমার স্কিন টাইপ হলো “ড্রাই থেকে কম্বিনেশ”। তাই স্কিন প্রায়ই ডিহাইড্রেটেড হয়ে যায়। সমাধান হিসেবে আমি সবসময় হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করি।
প্রতিদিনের স্কিন কেয়ারে তুমি কী কী স্টেপ ফলো করো?
আমি সবসময় চেষ্টা করি নিয়মিত একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনে চলতে। প্রতিদিন সকালে ক্লিনজার দিয়ে ভালোমতো ফেস ধুয়ে, হাইড্রেটিং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেই।
আর রাতে ডিপ ক্লিনজিং অনেক ইম্পর্ট্যান্ট। মেকআপ ভালোমতো উঠিয়ে নেওয়ার পর ফেস ক্লিন করে নেই। এরপর একটা টোনার ও ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি।
কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ছাড়া তুমি একদিনও চলতে পারবে না?
সানস্ক্রিন! এটি আমার মাস্ট স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে একটি। আমি প্রতিদিন বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করি। সেটা সকালে হোক বা বিকেলে!
কোন টাইপের স্কিন কেয়ার প্রোডাক্ট তোমার সবচেয়ে পছন্দ?
আমি পার্সোনালি ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট বেশি পছন্দ করি। আমার স্কিনে ক্যামিকেল প্রোডাক্ট এর তুলনায় হারবাল প্রোডাক্ট ভালো কাজ করে। ফেসমাস্কও আমি ন্যাচারাল কিছু উপাদান দিয়ে নিজেই বানিয়ে নেই, আর মাসে ২ বার ফেস-এ অ্যাপ্লাই করি। এটি গরমে আমার স্কিন সুন্দর আর হেলদি রাখতে সাহায্য করে। এই মাস্কটি তোমরাও ট্রাই করতে পারো।
যা যা লাগবেঃ
- বেসন
- লেবুর রস
- গুঁড়া দুধ
পরিমাণমতো বেসন ও গুঁড়া দুধের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলেই এই মাস্কটি রেডি।
এই ছিলো আনিকার প্রতিদিনের সিম্পল স্কিন কেয়ার রুটিন। এই রুটিনটি ভালো লেগে থাকলে তোমরাও ট্রাই করতে পারো। পরের লিখায় আনিকা বুসরার এক্সপার্ট মেকআপ টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চোখ রাখো Be BeautifulBD-তে!