ফ্লোলেস মেকআপের জন্য বেকিং ও ব্লেন্ডিং 

ফ্লোলেস মেকআপের জন্য বেকিং ও ব্লেন্ডিং 

ফ্লোলেস মেকআপ পেতে কিছু টেকনিক জানা ইম্পর্টেন্ট। আর এমন দুইটি টেকনিক আছে যা মেকআপ করার সময়ে মানতেই হবে। একটি হলো মেকআপ বেকিং ও অন্যটি মেকআপ ব্লেন্ডিং।  বেকিং ও ব্লেন্ডিং বিষয় দুইটি মেকআপে খুব কমন হলেও সঠিক নিয়ম না জানলে পুরো মেকআপই হবে নষ্ট। আবার কোন মেকআপ প্রোডাক্টটি করতে হবে ব্লেন্ডিং এবং কোনটি হবে বেকিং তা জানলেই করতে পারবে পার্ফেক্ট মেকআপ। 


বেকিং কি

বেকিং করার আগে জানতে হবে আসলে বেকিং বিষয়টি কি? মেকআপ বেকিং করা হলো একটি প্রসেস। এই প্রসেসের মাধ্যমে চোখের নিচে কনসিলার ও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে লুজ পাউডার দিয়ে এক্সট্রা অয়েল কমানো হয় ও মেকআপ সেট করা হয়। এই প্রসেসে চোখে নিচে পাউডার ১০ থেকে ১৫ ধরে রাখা হয়। যাকে বলা হয় বেকিং। 
যা যা লাগবে


আই ক্রিম 

চোখের অংশটি ময়েশ্চারাইজ করা মাস্ট। মেকআপ অ্যাপ্লাই করার আগে অবশ্যই স্মুথ ও ময়েশ্চারাইজড করে নিতে হবে। এর কারণ হলো মেকআপ বেকিং করতে এখানে তুমি প্রচুর পাউডার ইউজ করবে যা স্কিনকে রাফ করে দিতে পারে। তাই প্রথমে একটি হাইড্রেটিং আই ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারো। 


ফাউন্ডেশন

বেকিং মানেই মেকআপের একটি লেয়ারের উপর অন্য একটি লেয়ার দেয়া। তাই আই ক্রিমের উপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। চোখের নিচে লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারো। 


কনসিলার

এই লিস্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্রোডাক্ট হলো কনসিলার। বেকিং করতে লিকুইড কনসিলার ভালো কাজ করে এবং পাউডার সেট করতে হেল্প করে। 

ব্রাশ
ফাউন্ডেশন ও কনসিলারের উপর লুজ পাউডার অ্যাপ্লাইয়ের পর যে এক্সট্রা পাউডার থাকবে তা সরাতে দরকার একটি ফ্লাপি ব্রাশ। 


সেটিং পাউডার 

সেটিং পাউডার ছাড়া বেকিং করা একেবারেই পসিবল না। সব প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পর সেটিং পাউডার দিয়ে মেকআপে ম্যাট ফিনিশ আনা হয়। সেটিং পাউডর দিয়ে মেকআপ বেক করতে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিট। বেকিং হলে চোখের নিচের এক্সট্রা অয়েল আর থাকবে না। 

 

baking-and-blending-for-flawless-makeup-02
 

 

ব্লেন্ডিং 

ব্লেন্ডিং মানেই মেকআপ স্কিনের সাথে মেকআপ মেশানো। তা হতে পারে বেইজ মেকআপ আবার হতে পারে আইশ্যাডো, ব্লাশন বা ব্রোঞ্জার। একবারেই স্মুথ মেকআপ পেতে করতে হবে ব্লেন্ডিং ব্লেন্ডিং আর ব্লেন্ডিং। 


ফাউন্ডেশন 

বেইজ মেকআপের জন্য ফাউন্ডেশন দরকারি। প্রাইমার ইউজের পর ফাউন্ডেশন প্রথমে স্পঞ্জ ও পরে ব্রাশ দিতে ব্লেন্ড করে নিতে হয়। 


ব্রোঞ্জার
ব্রিস্টলেড ব্রাশ, ফ্যান ব্রাশ বা কনটুর মেকআপ ব্লেন্ডার দিয়ে ব্রোঞ্জার ব্লেন্ড করা যায়। 


হাইলাইট 
ব্রোঞ্জারের মত একই ধরনের ব্রাশ দিয়ে চিকবোনে হাইলাইট ব্লেন্ড করতে পারো। 


আইশ্যাডো
চোখের আইশ্যাডো যত বেশি ব্লেন্ড করবে তত বেশি পার্ফেক্ট লুক পাবে। তবে একেক স্টাইলের আইশ্যাডো লুক পেতে বেন্ডিং প্রসেস আবার আলদা হয়। 


বেকিং ও ব্লেন্ডিং টেকনিক তো জেনেই গেলে। এবার মেকআপের সময়ে টিপসগুলো ফলো করলেই পাবে পার্ফেক্ট ফিনিশড মেকআপ।


রিলেটেড পোস্ট