ব্যাক টু ক্লাস স্কিন কেয়ার রুটিন!

ব্যাক টু ক্লাস স্কিন কেয়ার রুটিন!

অনলাইনে ক্লাস করা তো অনেক দিনই হলো। তবে সব কিছু স্বাভাবিক হতে শুরু করায় আবার ইউনিভার্সিটি, কলেজ ও স্কুল খুলছে। ক্লাসের জন্য তাই বাইরে বের হতেই হচ্ছে। আর ধুলা-ময়লা, রোদের তাপে স্কিনেও হঠাৎ করে সমস্যা বাড়ছে । তাই ব্যাক টু ক্লাস এর নতুন এই লাইফস্টাইলে, স্কিনের জন্য নতুন একটা রুটিনও দরকার। 


সঠিক ভাবে স্কিন পরিষ্কার  

স্কিনের বিউটি ধরে রাখতে প্রথম কেয়ারটি নিতে হবে ফেসওয়াশের মাধ্যমে। বাইরে গেলে-আসলেই স্কিনে ময়লা ও ধূলা জমে। আর তখন স্কিন ক্লিন না করলে বাড়ে পিম্পলের মতো আরো অনেক সমস্যা। সকালে ঘুম থকে উঠে মাইল্ড ক্লিঞ্জার দিয়ে মুখ না ধুয়ে কোন ভাবেই ক্লাসে যাওয়া যাবে না। ঘরে থাকলেও সারা রাতে ত্বকে জমে বাড়তি তেল ও ঘাম। রাতে ঘুমানোর আগেও একই ভাবে স্কিন ক্লিন করতে হবে।

 
ময়েশ্চারাইজার 

ময়েশ্চারাইজার নিয়ে একটা মিথ খুব কমন। আর সেটা হলো ময়েশ্চারাইজার ইউজে পিম্পল হয়। কিন্তু সত্যি হলো তোমার স্কিনে খুব প্রবলেম থাকলেও ময়েশ্চারাইজার মাস্ট। তবে ময়েশ্চারাইজার হতে হবে এমন যা তোমার স্কিনের সাথে মানানসই। খুব ভারী ময়েশ্চারাইজার স্কিনে স্যুট না করলে ম্যাট ফিনিশ ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। তাই ক্লাসে যাওয়ার আগেই ব্যবহার করে নাও ময়েশ্চারাইজার। এতে ত্বক থাকবে হাইড্রেট।    


লুজ পাউডারকে না 

ওয়েল স্কিন হলে তেল তো জমবেই। তাই লুজ পাউডার দিয়ে অনেকেই ওয়েল কমাতে চায়। তবে এমন ধারণা কিন্তু ভুল। পাউডারে পোরস লক হয়ে যায় এবং স্কিন হয় চিটচিটে। তাই কোন ভাবেই ক্লাসে যাওয়ার আগে পাউডার ইউজ করা যাবে না। ওয়েল কমাতে সব থেকে বেস্ট সলিউশন হলো টিস্যু বা ব্লটিং পেপার দিয়ে অতিরিক্ত অয়েল রিমুভ করে নেয়া। 

 

Back-to-class-skin-care-routine-02
 


 
হালকা মেকআপ

ক্লাসে গেলে অল্প মেকআপ করা যেতেই পারে। কিন্তু নিয়মিত স্কিন কেয়ার রুটিনের মধ্যে মেকআপ ব্রাশ ক্লিন করাও রাখতে হবে। কারণ ময়লা ব্রাশ অনেক স্কিন প্রমলেমের জন্য দায়ী! 


মুখে হাত নয়

ক্লাসে গেলেই তো লেকচার, এক্সাম আরো কত কি। লেখালেখি আর অন্যান্য কাজে হাতে বেড়ে যায় ব্যাকটেরিয়া। আর মুখে হাত দিলেই ব্যাকটেরিয়া মুখের স্কিনেও লেগে যায়। যা পিম্পলের মত সমস্যা তৈরি করে। তাই হাত ক্লিন রাখাটাও সমানভাবে দরকারি। মুখের হাতের বদলে টিস্যু ইউজ করতে হবে। আর এটিকে রাখতে হবে রেগুলার স্কিন কেয়ারের মধ্যে।  

সানস্ক্রিন ইউজ

ক্লাসে যাওয়ার আগে মুখে, গলায় আর হাতে সুন্দর ইউজ করেন নাও সানস্ক্রিন। ড্রাই স্কিন হলে মাইল্ড সানস্ক্রিন ইউজ করাই ভালো। তবে শুধু ঘর থেকে বের হওয়ার আগেই সানস্ক্রিন ইউজ করলে চলবে না। ব্যাগে রেখে দাও ছোট একটা বোতল। ২ ঘণ্টা পর পর অল্প করে স্কিনে ইউজ করে নাও। এতে স্কিন থাকবে পার্ফেক্ট। 
ছোট ছোট এই টিপসগুলো মানা কিন্তু কঠিন কিছু নয়। তবে ব্যস্ততায় হয়তো চোখ এড়িয়ে যায়। কিন্তু পার্ফেক্ট স্কিনের জন্য ‘ব্যাক টু ক্লাস স্কিন কেয়ারের’ বিকল্প নেই।     
 


রিলেটেড পোস্ট