ড্যামেজড চুল রিপেয়ার করার ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট

ড্যামেজড চুল রিপেয়ার করার ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট

কার্লিং আয়রন, হেয়ার স্ট্রেইটনার, ব্লো ড্রাই, কেমিক্যাল ট্রিটমেন্ট... হেয়ার স্টাইলিং-এর কতশত অপশন! কিন্তু প্রতিদিন এই স্টাইলিংগুলো আমাদের চুলের ড্যামেজের জন্য অনেকটাই দায়ী। এছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মি, পলিউশন এসব তো আছেই। কিন্তু ড্যামেজড চুল ঠিক করার উপায়?

 

আজকে আমি জানাবো ড্যামেজড চুল রিপেয়ারের সবচেয়ে সহজ ও ন্যাচারাল একটি ইনগ্রিডিয়েন্ট নিয়ে। যা তোমার ড্যামেজ চুল রিপেয়ার করার পাশাপাশি চুল রাখবে হেলদি। আর এই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টটি হলো ডিম!

 

ডিম চুলে কীভাবে কাজ করে?

 

আর্টিফিসিয়াল/ কেমিক্যাল হেয়ার প্রোডাক্ট বা ট্রিটমেন্ট অনেক সময় চুলের ন্যাচারাল অয়েল ও প্রোটিন নষ্ট করে দেয়। প্রোটিন ও বায়োটিন সমৃদ্ধ ডিম চুল রিপেয়ারের জন্য প্রয়োজনীয় নারিশমেন্ট দেয়। আর ন্যাচারলি চুল ময়েশ্চারাইজড ও রিপেয়ার করতে সাহায্য করে। এছাড়াও স্ক্যাল্প কন্ডিশনিং করে হেয়ার ব্রেকেজ কমায়, পাশাপাশি চুলের গ্রোথ বাড়ায়।

 

ডিম কীভাবে ব্যবহার করবে?

1-magic-ingredien-to-treat-your-damaged-hair-naturally-002

ন্যাচারালি ডিম ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হলো হেয়ার মাস্ক হিসেবে। মাস্কটি বানাতে লাগবেঃ

-    ১টি ডিম 
-    ১টি কলা
-    ৩ টেবিল চামচ দুধ 
-    ৫ টেবিল চামচ অলিভ অয়েল

 

প্রথমে কলা ভালোমতো পেস্ট করে নিতে হবে। এরপর ডিম ভালোমতো বিট করে সব ইনগ্রিডিয়েন্ট একসাথে মিশিয়ে নাও। এবার মাস্কটি স্ক্যাল্প ও সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করে ১ ঘন্টা অপেক্ষা করো। এবার শ্যাম্পু করে চুল ধুয়ে নাও। এই ডিমের মাস্কটি ড্যামেজড হেয়ার রিলেটেড সব প্রবলেমের সলিউশন দিবে। সবচেয়ে ভালো রেজাল্ট পেতে সপ্তাহে ২-৩ দিন মাস্কটি অ্যাপ্লাই করো।

 

একটু সময় ও ধৈর্য্য নিয়ে এই মাস্কটি নিয়মিত চুলে অ্যাপ্লাই করো। দেখবে ন্যাচারালি ড্যামেজড চুল রিপেয়ার হয়ে যাবে আর থাকবে হেলদি ও সুন্দর।

 

হেয়ার কেয়ারের এমন আরও ন্যাচারাল সলিউশন পেতে ক্লিক করোঃ https://bebeautiful.com.bd/en/natural-hair-care-routune


রিলেটেড পোস্ট