নখ শাইনি ও হেলদি রাখার ৫টি উপায়!

নখ শাইনি ও হেলদি রাখার ৫টি উপায়!

দাঁত দিয়ে নখ কামরানোর স্বভাব থাকুক বা সুন্দর রঙিন রঙে নখ সাজানোর- আমরা সবাই চাই আমাদের নখ যেন থাকে হেলদি, শাইনি ও সুন্দর! আর সুন্দর নখ রাখলে হাত দেখতেও ইউথফুল লাগে, তাই না? কিন্তু অনেক সময়েই আমাদের নখ দেখতে ভালো লাগে না, বা অসময়েই ভেঙে যায়। কি করলে নখ ভালো থাকবে, সেটাই জানাবো আজকের আর্টিকেলে।
 
নখ নিয়মিত কাটতে হবে

চুলের মতো, নখও ট্রিম করা জরুরি। এতে নখের ব্রেকেজ কমে ও নখ ভালো থাকে। প্রতি দুই সপ্তাহে একবার নখ ট্রিম করার চেষ্টা করো।

লম্বা নখ না হেলদি নখ?

লম্বা নখ দেখতে খুবই সুন্দর, কিন্তু তোমার যদি নখ ভাঙার বা নখের পাশে চামড়া ওঠার সমস্যা থাকে- তাহলে বড় নখ না রাখাই ভালো। অন্তত কিছুদিনের জন্য হলেও ছোট নখ রাখো, যাতে নখ শক্তভাবে বড় হয়। 

যত্নে রাখো কিউটিকল 

নখের গোড়াকে সুরক্ষিত রাখে কিউটিকল। তাই পার্লারে বা ঘরে ম্যানিকিউর বা পেডিকিউরের সময়ে কখনোই কিউটিকল তুলে ফেলবে না। এতে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। এছাড়াও, কিউটিকলে ময়েশ্চাইরাইজার অ্যাপ্লাই করো। 

5-ways-to-keep-your-nails-shiny-and-healthy-02

 
বেস কোট ও টপ কোট ব্যবহার করো

যখনই নেইল পলিশ ব্যবহার করবে, তখনই বেস কোট ও টপ কোট দিতে ভুলবে না। নখকে ভালো রাখতে ও নেইল পলিশ বেশিদিন টিকিয়ে রাখতে এগুলো খুবই দরকারি!

হাত ও নখ ময়েশ্চারাইজড রাখো

ঘুমানোর আগে মুখে তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছো, এখন থেকে হাতেও করো। এতে নখের কিউটিকল ভালো থাকে ও নখ হাইড্রেটেড থাকে। লিপ বাম নখের ময়েশ্চারাইজার হিসেবে ভালো কাজ করে।


রিলেটেড পোস্ট