সামারে চুল ভালো রাখার ৫টি টিপস!

সামারে চুল ভালো রাখার ৫টি টিপস!

এই সামারে সূর্যের কড়া তাপ থেকে চুল প্রটেক্টেড রাখতে চাও? তাহলে এই আর্টিকেলটা তোমার জন্যই! শুধু স্কিন না, সূর্যের কড়া রোদ চুলেরও অনেক ক্ষতি করে। তাই আগে থেকেই প্ল্যান করে সঠিক হেয়ার কেয়ার রুটিন ফলো করে হবে, যাতে চুলের ড্যামেজ রোধ করা যায়। চলো জেনে আসা যাক কিছু জরুরি টিপস ও কেয়ার রুটিন, যা এই সামারেও তোমার চুল রাখবে ড্যামেজ ফ্রি!

হ্যাট ও স্কার্ফ ব্যবহার করো

সূর্য চুল ড্রাই করে দেয়। এটা অ্যাভয়েড করতে রোদে বের হওয়ার আগে হ্যাট বা সিল্কের স্কার্ফ মাথায় জড়িয়ে নাও। স্কার্ফে শুধু যে রোদ থেকে চুল বাঁচাতে পারবে তা নয়, এটি তোমার আউটফিটেও একটা ইন্টারেস্টিং টুইস্ট আনবে।
 
ইউভি প্রটেকশন অ্যাপ্লাই করো

এখন অনেক হেয়ার কেয়ার প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে চুল প্রটেক্ট করে। কিন্তু, এই ধরেণের শ্যাম্পুতে অনেক রকম টক্সিক কেমিক্যাল থাকে, যা চুলের জন্য আরও ক্ষতির কারণ হতে পারে। এইক্ষেত্রে, এসপিএফ যুক্ত লিভ-ইন কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারো যা চুলে বেশি ড্যামেজ করবে না।

ড্রাই শ্যাম্পু ব্যবহার করো

তোমার যদি অয়েলি হেয়ার হয়, তাহলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারো। এটি চুলকে অতিরিক্ত গ্রিজি করবে না। এছাড়াও, বেবি পাউডারও স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, এটি ড্রাই শ্যাম্পুর ভালো একটি অল্টারনেটিভ সলিউশন। 

5-tips-to-keep-you-hair-healthy-during-summer-02

 
ডিপ কন্ডিশনিং

কন্ডিশনিং চুলের কিউটিকলে এক্সট্রা প্রোটেকশন অ্যাড করে। সামারে তাই, ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট নিতে পারো, যা চুলে অতিরিক্ত ময়েশ্চার দেবে। 

হেয়ার স্টাইলিং টুল অ্যাভয়েড করো

সামারে এমনিতেই চুল বেশি ড্রাই হয়ে যায়। আর এইসময় স্ট্রেইটনার বা কার্লারের মতো হিট স্টাইলিং টুলের ব্যবহার চুল আরও ড্রাই করে দিতে পারে। 

5-tips-to-keep-you-hair-healthy-during-summer-03
 


রিলেটেড পোস্ট