সঠিক পারফিউম সিলেক্ট করার ৪টি টিপস

সঠিক পারফিউম সিলেক্ট করার ৪টি টিপস

তোমাদের মধ্যে এমন মেয়ে খুব কমই আছো যারা পারফিউম পছন্দ করো না। পারফিউম আমাদের প্রতিদিনের লাইফের এক প্রয়োজনীয় অনুষঙ্গ। কোনো স্পেশাল প্রোগামে যেতে হলে তো পারফিউম মাস্ট। পারফিউমের স্মেল যেন বেশি কড়া না হয় আবার খুব হালকাও না হয় এজন্য সবসময় একটা দোটানা থাকে। তোমার পছন্দ করা পারফিউমের উপরই কিন্তু সবার মাঝে তোমার একটা আলাদা ইম্প্রেশন তৈরি হয়। কিন্তু সব জায়গায় একই স্মেলের পারফিউম ব্যবহার করা উচিত না। চলো দেখে নেই কোন প্রোগ্রামে কী ধরণের স্মেলের পারফিউম সিলেক্ট করতে হবে।
  

১। পরীক্ষা বা মিটিং থাকলে

কোনো জরুরি মিটিং বা পরীক্ষা আছে? ভাবছো কী ধরণের পারফিউম দেয়া যায়? গোলাপের স্মেলের কোনো পারফিউম সিলেক্ট করতে পারো। একটা হালকা মিষ্টি সুগন্ধ তোমাকে সারাদিন ঘিরে রাখবে আর আত্মবিশ্বাস যোগাবে। শুধু গোলাপ নয়, চাইলে অন্য কোনো হালকা ফ্লোরাল স্মেলের পারফিউমও সিলেক্ট করতে পারো। 

২। জিমে যেতে হলে

জিমে যাওয়ার আগে পারফিউম মাস্ট। কেননা ঘামের দুর্গন্ধ জিমে সবার মাঝে তোমার ইম্প্রেশন নষ্ট করতে পারে। এক্ষেত্রে পেপারমিন্টের স্মেলযুক্ত পারফিউম ব্যবহার করতে পারো। 

4-tips-to-select-the-perfect-perfume-02
 

৩। স্পেশাল ডেট নাইট

স্পেশাল ডেট নাইটের জন্য চাই স্পেশাল প্রিপারেশন। এক্ষেত্রে চোখ বন্ধ করে জেসমিনের স্মেলযুক্ত পারফিউম সিলেক্ট করো। কারণ পছন্দের মানুষের সামনে ফার্স্ট ইম্প্রেশনের জন্য জেসমিনের স্মেল বেস্ট। 

৪। ফ্রেন্ডদের সাথে আড্ডায়

ফ্রেন্ডদের সাথে আড্ডায় ফ্রুটি বা ফ্লোরাল স্মেলের পারফিউম সিলেক্ট করতে পারো। এছাড়া কফি বা উডি স্মেলের পারফিউমও কিন্তু বেশ জমে। তাই পছন্দমতো একটা সিলেক্ট করে নাও। 


রিলেটেড পোস্ট