কন্ডিশনার কেন ব্যবহার করবে?

কন্ডিশনার কেন ব্যবহার করবে?

ফেস ক্লিনজিং-এর পর তুমি যেমন ময়েশ্চারাইজার স্কিপ করো না, তেমনি শ্যাম্পু করার পর কন্ডিশনারও স্কিপ করা উচিত না! অনেকেই মনে করে, “আমার চুল তো এমনিতেই সুন্দর, কন্ডিশনার ইউজ করার কী দরকার!

কিন্তু “হেয়ার কেয়ার 101” নামে যদি কোনো বই থাকে, তাহলে তার প্রথম চ্যাপ্টার হওয়া উচিত “শ্যাম্পু ও কন্ডিশনিং”। কারণ হেয়ার কেয়ারে শ্যাম্পু ও কন্ডিশনার সমানভাবে ইম্পর্ট্যান্ট! চলো জেনে নেই হেয়ার কেয়ারে কন্ডিশনারের তিনটি ইনস্ট্যান্ট বেনিফিট, যা কন্ডিশনার নিয়ে তোমার কনফিউশন খুব সহজে দূর করবে!

সফ্‌ট ও স্মুদ হেয়ার

কন্ডিশনার ইন্সট্যান্টলি চুলের ফ্রিজিনেস ও রাফনেস দূর করে চুল স্মুদ ও সফ্‌ট করে। তুমি যদি কন্ডিশনার নিয়ে কনফিউজড হও, তাহলে ছোট্ট একটি টেস্ট করতে পারো। শ্যাম্পু করার পর তোমার চুলের জাস্ট একপাশে কন্ডিশনার অ্যাপ্লাই করো আর আরেকপাশ রাখো কন্ডিশনার ফ্রি। এরপর তোমার চুলের ডিফারেন্স তুমি নিজেই ফিল করবে!
 

3-immediate-benefits-of-using-a-conditioner-02

হেয়ার ড্যামেজ কমায়

কন্ডিশনার তোমার চুল টাওয়েল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে! অবাক হবার কিছু নেই, অনেক সময় টাওয়েলও তোমার চুলের ড্যামেজ ক্রিয়েট করতে পারে। কারণ চুল ভেজা অবস্থায় অনেক নরম থাকে, তখন টাওয়েল দিয়ে রাফ্‌লি মুছলে চুল ভেঙে যাওয়ার বা ড্যামেজ হওয়ার চান্স থাকে। কন্ডিশনার অ্যাপ্লাই করলে চুল ময়েশ্চারাইজড করে এবং ড্যামেজ থেকে প্রোটেক্টেড থাকে। এছাড়াও কন্ডিশনার চুল জটমুক্ত রাখতে হেল্প করে তাই আঁচড়ানোর সময় চুল ভেঙে যাওয়ার চান্স অনেক কমে যায়।

 

ইন্সট্যান্ট ফিক্সিং-এ লিভ-অন কন্ডিশনার

যারা ইচ্ছেমতো হেয়ার স্টাইল করতে পারো না, তাদের জন্য সলিউশন হতে পারে লিভ-অন কন্ডিশনার! লিভ-অন কন্ডিশনার স্প্রে করলে চুল চমৎকারভাবে সেট হয় আর যেকোনো হেয়ার স্টাইল করা যায় একদম ইজিলি! এছাড়াও তোমার “ব্যাড হেয়ার ডে”-এর ইন্সট্যান্ট সলিউশন হতে পারে লিভ-অন কন্ডিশনার।

চুল ড্যামেজ ফ্রি, সুন্দর ও সফ্‌ট রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রেগুলার কন্ডিশনিং। তোমার চুলের টাইপ অনুযায়ী একটি ভালো কন্ডিশনার রেগুলার ইউজ করার ট্রাই করো। আমার চুল একটু ড্রাই ও ফ্রিজি, তাই আমি TRESemme Keratin Smooth Conditioner ইউজ করি। কারণ Keratin চুলের ডিপ নারিশমেন্ট করতে এবং সফ্‌ট ও স্মুদ রাখতে খুবই হেল্পফুল। কালারড হেয়ারের জন্যেও এই কন্ডিশনারটি একদম পারফেক্ট!

 

tresemme-keratin-smooth-conditioner_optimized

 

আর যারা ন্যাচারলি একটু স্ট্রেইট হেয়ার মেইনটেন করতে চাও তারা Sunsilk Perfect Straight Conditioner ট্রাই করতে পারো। মজার ব্যাপার হচ্ছে এই কন্ডিশনার ভেজা চুলের শেপ লক করে এবং শুকানোর পরেও চুল স্ট্রেইট রাখে।


রিলেটেড পোস্ট