হিজাবে চুল হেলদি রাখতে ৩টি হেয়ারস্টাইল!

হিজাবে চুল হেলদি রাখতে ৩টি হেয়ারস্টাইল!

হিজাবে চুল ঢাকা আছে বলে কি হেয়ারস্টাইল করা যাবে না নাকি! বরং, যারা হিজাব করে, তাঁদের জন্য হিজাব ফ্রেন্ডলি হেয়ারস্টাইল খুবই প্রয়োজনীয় একটা জিনিস! কারণ রাইট হেয়ারডু চুলের গোড়ায় প্রেশার দেয় না ও চুলের ক্ষতি করে না আর যার ফলে তোমার হেয়ারলাইন থাকে একেবারে সেফ। এছাড়াও, অনেকেরই হিজাবের ফাঁক দিয়ে চুল বের হয়ে আসে। ঠিকঠাক হেয়ারস্টাইলে এই সমস্যাও তোমাকে আর ফেইস করতে হবে না।
চলো তাহলে জেনে আসা যাক তোমার চুলের লেনথ অনুযায়ী হিজাব ফ্রেন্ডলি এমন তিনটি হেয়ারস্টাইল। 

পনিটেইল অথবা খোঁপা
যেমন চুলের জন্যঃ কাঁধসমান অথবা লম্বা
যদি আপনি খুবই ব্যস্ততার ভেতরে থাকো, তাহলে তোমার টু-গো হেয়ারস্টাইল হতে পারে পনিটেইল অথবা খোঁপা। খুব টাইট করে না, হালকা করে চুলটাতে পনিটেইল বা খোঁপা করো। আর পনিটেইল করতে ব্যবহার করো সিল্ক বা সাটিন কাপড়ের স্ক্রাঞ্চি। এগুলো বেশ কোমল হওয়ায় চুলের ক্ষতি হয় না। আর নিচু করে বাঁধলে, হিজাবের ফাঁক দিয়ে চুল বের হয়ে আসার সমস্যাও থাকবে না।

3-hair-care-tips-for-hijab-hair-02-1
 

ক্লিপড ব্যাক
যেমন চুলের জন্যঃ খাঁটো
যাঁদের চুল ছোট, তাঁদের জন্য এড়া পারফেক্ট একটা হেয়ারস্টাইল! আর এই হেয়ারস্টাইল করতে খুব বেশি কিছুও প্রয়োজন নেই। কয়েকটা বেরেট, ববি পিন অথবা হেডব্যান্ড ব্যস! এই হেয়ারস্টাইলেও মুখের সামনে চুল চলে আসার কোনো সম্ভাবনা নেই।

3-hair-care-tips-for-hijab-hair-03
 

বেণি
যেমন চুলের জন্যঃ কাঁধসমান অথবা লম্বা
যারা হিজাবের ফাঁক দিকে চুল আসা একদমই পছন্দ করো না, এটা তাদের জন্য একটা পারফেক্ট হেয়ারস্টাইল! বেণিতে চুলের উপর কোনো টানও পড়ে না, তাই তোমার চুল পড়ার সমস্যাও হবে না। সময়ও লাগে একদম কম। 

3-hair-care-tips-for-hijab-hair-04
 

এমন আরও সব হেয়ার টিপস এবং সলিউশন পেতে বি বিউটিফুল বিডি-এর সাথে থাকো!
 


রিলেটেড পোস্ট