হিজাবে চুলের জন্য ৩টি হেয়ার কেয়ার টিপস!

হিজাবে চুলের জন্য ৩টি হেয়ার কেয়ার টিপস!

বাইরে কাঠফাটা রোদ। যারা হিজাব করো, তারা অনেকেই হয়তো ভাবো যে চুল ঢাকা থাকায় সূর্যের তাপ, দূষণ, ধুলোবালি এসব চুলের কোনো ক্ষতি করতে পারে না! উহু, একদম ভুল কথা! লম্বা সময় ধরে হিজাব পরে থাকার কারণে মাথায় ঠিকমতো বাতাস প্রবেশ করতে পারে না। এর ফলে স্ক্যাল্প ঘেমে থাকে। যা থেকে চুলকানি, র‍্যাশ, খুশকি ইত্যাদির মতো হাজারও সমস্যা দেখা দেয়। টেনশনে পড়ে গেলে? একদম ভেবো না! তোমার জন্য নিয়ে এসেছি হিজাবে চুলের যত্নের ৩টি টিপস!

ভেজা চুলে হিজাব? একদম না!

ব্যস্ততার জন্য ভেজা চুলেই হিজাব পরে ফেলো? এটা একেবারেই করা যাবে না! প্রতিবার হিজাব পরার আগে পানি বা ঘামে ভেজা চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। হেয়ার ড্রায়ার না, ফ্যানের বাতাসে চুল শুকালে সবচেয়ে ভালো হয়। কারণ হেয়ার ড্রায়ারের গরম বাতাস চুলের আরও ক্ষতি করে। খুব বেশি তাড়া থাকলে হেয়ার ড্রায়ারের কোল্ড সেটিং ব্যবহার করতে পারো। কারণ বাইরে থেকে ফিরে হিজাব খুলে একই কাজ করতে হবে। 

হিজাব পড়ার আগে, চুল না বাঁধলেই ভালো

যারা হিজাব করো, তারা হিজাবের নিচে চুল যদি বাঁধতেই হয় তাহলে খুব বেশি শক্ত করে চুল বেঁধো না। কারণ এতে চুলের গোড়া নরম হয়ে যায়। যার কারণে চুল পড়ার সমস্যা হতে পারে। আর সেজন্য, চুল না বাঁধলেই ভালো হয়। আর যদি চুল বাঁধতেই হয়, তাহলে হালকা করতে বাঁধতে হবে। সেজন্য ব্যবহার করো সিল্ক অথবা সাটিন কাপড়ের স্ক্রাঞ্চি।

সঠিক কাপড়ের হিজাব চুজ করো

যারা নিয়মিত হিজাব করো, এই গরমে তারা এমন সব কাপড়ের তৈরি হিজাব ব্যবহার করো যার মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে। সেই সঙ্গে ঘাম শোষণ করার ক্ষমতাও থাকতে হবে। সুতি বা ভিসকোস কাপড়ের তৈরি হিজাব এজন্য সবচেয়ে ভালো। এ ধরনের হিজাব অতিরিক্ত ঘাম শুষে নিয়ে মাথার ত্বককে ফ্রেশ রাখে। 

3-hair-care-tips-for-hijab-hair-02
 


রিলেটেড পোস্ট