শীতে বডি স্কিন সফট থাকবে ৩টি DIY স্ক্রাবে

শীতে বডি স্কিন সফট থাকবে ৩টি DIY স্ক্রাবে

শীতে এমনিতেই আমাদের স্কিন ড্রাই থাকে। আর এক্সফোলিয়েশনের পর স্কিন আরও ড্রাই হয়ে যায়। “তাহলে কি শীতে এক্সফোলিয়েটকরা যাবে না?” মনে মনে এমনটা অনেকেই হয়তো ভাবছো। কিন্তু এক্সফোলিয়েশন আমাদের স্কিন কেয়ার রুটিনের অনেক ইম্পর্ট্যান্টএকটা স্টেপ। যেহেতু সারা বছর ধরেই স্কিনে ডেড সেল জমে, তাই সারা বছর ধরেই এক্সফোলিয়েশন প্রয়োজন। তবে এক্সফোলিয়েশনেরপর স্কিন যেন ড্রাই না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ময়েশ্চারাইজিং এক্সফোলিয়েটর বা স্ক্রাব স্কিন ড্রাই না করেই ডেড সেল রিমুভকরে, পাশাপাশি স্কিন সফট রাখে। এই ময়েশ্চারাইজিং এক্সফোলিয়েটর তুমি ঘরে বসেই বানিয়ে নিতে পারো।

 

নারিশিং হানি স্ক্রাব

যা যা লাগবে
- মধু ১/৩ কাপ
- অলিভ অয়েল ১/২ কাপ
- লবণ ১ কাপ

প্রথমে মধু ও অলিভ অয়েল একসাথে মিশয়ে নাও। এরপর এতে অল্প অল্প করে লবণ দিয়ে ভালোমতো মেশাতে থাকো। এবার ২-৩মিনিট আস্তে আস্তে তোমার বডি স্ক্রাব করে নাও। মধু ও অলিভ অয়েল খুব ভালো ন্যাচারাল ময়েশ্চারাইজার। এটি ড্রাই, খসখসে স্কিনস্মুদ ও সফট করতে সাহায্য করে।

 

ময়েশ্চারাইজিং মিল্ক স্ক্রাব

যা যা লাগবে
- ব্রাউন সুগার ১০০ গ্রাম
- দুধ ২৫ গ্রাম
- মধু ১ টেবিল চামচ
- অলিভ অয়েল ১ টেবিল চামচ

প্রথমে মধু, চিনি ও অলিভ অয়েল একসাথে মিশিয়ে নাও। এবার এতে অল্প অল্প করে দুধ মেশাতে থাকো। দুধের ল্যাক্টিক এসিড ডেডস্কিন সেল রিমুভ করতে খুব ভালো কাজ করে। আর ব্রাউন সুগার ডেড সেল এক্সফোলিয়েট করার পাশাপাশি ন্যাচারল ময়েশ্চারাইজারহিসেবে কাজ করে। তবে হাতের কাছে ব্রাউন সুগার না থাকলে, সাদা চিনিও ব্যবহার করা যাবে।

 

3 DIY Scrub to Keep Body Skin Soft in Winter 02

 

আমন্ড স্ক্রাব

যা যা লাগবে
- ওটস ১/৪ কাপ
- আমন্ড পেস্ট ২ টেবিল চামচ
- মিল্ক ক্রিম ১/২ কাপ
- মধু ১ টেবিল চামচ

প্রথমে ওটস ব্লেন্ড করে স্মুদ পেস্ট বানাও। এরপর এতে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে স্ক্রাব বানিয়ে নাও। স্ক্রাবটি দিয়ে তোমার বডি৩ মিনিটের মতো আস্তে আস্তে ম্যাসাজ করো। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলো।

নিয়মিত এক্সফোলিয়েশন ছাড়া সফট আর স্মুদ স্কিন ভাবাই যায় না। এই ময়েশ্চারাইজিং এক্সফোলিয়েটরগুলো শীতে তোমার স্কিনরাখবে ফ্রেশ, আর সফট!


রিলেটেড পোস্ট