হেলদি ও গর্জিয়াস চুলের সিক্রেট জানালেন বিউটি এক্সপার্ট আনিকা বুসরা

হেলদি ও গর্জিয়াস চুলের সিক্রেট জানালেন বিউটি এক্সপার্ট আনিকা বুসরা

আনিকা বুসরা, এই জেনারেশনের জনপ্রিয় বিউটি এক্সপার্টদের মধ্যে একজন। প্রফেশনাল স্কিন কেয়ার, হেয়ার ট্রিটমেন্ট আর মেকওভারের জন্য তার বিউটি স্যালন “ Splendor by Anneka Bushra” অনেকের কাছেই বেশ পরিচিত। গরমের চুলের বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা কথা বলছিলাম আনিকার সাথে। এই গরমে চুল হেলদি ও গর্জিয়াস রাখার কিছু টিপস আমাদের সাথে শেয়ার করেছেন এই বিউটি এক্সপার্ট। আজকের লিখায় হেয়ার কেয়ারের এসব এক্সাপার্ট টিপস আমরা তোমাদের সাথে শেয়ার করবো। 

 

শুরুতেই আনিকার কাছে প্রশ্ন ছিল, তোমার চুল সবসময় এতো স্ট্রেইট এবং গর্জিয়াস কীভাবে থাকে!” 

মিষ্টি হেসে আনিকা জানালেন, “আমার চুল ন্যাচারালি অনেক স্ট্রেইট। এর ভালো দিক যেমন আছে, তেমনি একটু খারাপ দিকও আছে। স্ট্রেইট চুলে ভলিউম কম থাকা খুব কমন একটি সমস্যা। সমাধান হিসেবে আমি নিয়মিত ড্রাই শ্যাম্পু ব্যবহার করি। এটি আমার চুল ভলিউম-আপ আর বাউন্সি দেখাতে সাহায্য করে।“  

 

তোমার সবচেয়ে বড় হেয়ার কনসার্ন কী? 

আমার সবচেয়ে বড় হেয়ার কনসার্ন হলো অয়েলি স্ক্যাল্প। তাই নিয়মিত ক্লিন করার পাশাপাশি আমি একটি ন্যাচারাল হেয়ার মাস্ক ব্যবহার করি। যা তোমরাও ট্রাই করতে পারো। মাস্কটি বানাতে লাগবেঃ  
-    টকদই এবং 
-    লেবুর রস 

টকদই–এর পরিমাণটা নির্ভর করে তোমার চুলের উপর। সাথে  ১-২ চামচ লেবুর রস মিশিয়ে নাও। এই মাস্কটি আমি মাসে ২ বার চুলে অ্যাপ্লাই করি। আর যাদের ড্যানড্রাফের সমস্যা আছে এটা তাদের জন্যেও অনেক হেল্পফু হবে।   

 
গরমে চুল হেলদি ও প্রবলেম ফ্রি রাখতে কী করা উচিত? 

গরমে অনেকেরই চুলের বিভিন্ন সমস্যা দেখা যায়। তাই এসময়ে নিয়মিত চুল ও স্ক্যাল্প পরিষ্কার করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ স্ক্যাল্পে জমে থাকা ধুলোবালি, অয়েল ও ঘাম চুলের অনেক সমস্যার জন্য দায়ী। তাই চুল সঠিকভাবে ক্লিন রাখলে অনেক সমস্যা এড়িয়ে চলা যায়। তাই আমি প্রতিদিন চুলে শ্যাম্পু ব্যবহার করি।  যাদের স্ক্যাল্প ড্রাই বা নরমাল তাদের প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। কিন্তু আমার মতো অতিরিক্ত অয়েলি স্ক্যাল্প নিয়মিত পরিষ্কার রাখা খুব ইম্পর্ট্যান্ট। সবশেষে, চুল হেলদি ও সুন্দর রাখতে সবসময় অনেক দামী প্রোডাক্ট, অনেক বেশি সময় এসবের দরকার হয় না। নিয়মিত একটু যত্ন নিলেই চুল সুন্দর এবং প্রবলেম ফ্রি থাকে। 

এই ছিলো আনিকার গর্জিয়াস চুলের সহজ সিক্রেট। আশাকরি এটি তোমার অয়েলি স্ক্যাল্প ও সামার হেয়ার প্রবলেমের জন্য অনেক হেল্পফুল হবে। পরের লিখায় আমরা নিয়ে আসবো আনিকার স্কিন কেয়ার রুটিন। চোখ রাখো Be BeautifulBD-তে! 


রিলেটেড পোস্ট