সহজ রুটিনে স্ট্রেইট চুলে আসুক প্রাণের ছোঁয়া!

সহজ রুটিনে স্ট্রেইট চুলে আসুক প্রাণের ছোঁয়া!

তোমার ন্যাচারাল স্ট্রেইট চুল তোমাকে দেয় প্রতিদিন প্রেজেন্টেবল থাকার কনফিডেন্স। কিন্তু সবসময় তা সুন্দর ও গর্জিয়াস রাখা কতটা কঠিন সেটা আমরা জানি। অনেকেই মনে করে স্ট্রেইট চুলে তেমন কোনো যত্ন নেয়ার প্রয়োজন হয় না। কিন্তু সঠিক যত্নের অভাবে চুল সহজেই ফ্রিজি, ফ্ল্যাট ও বোরিং হয়ে যেতে পারে। আর তোমার সুন্দর স্ট্রেইট চুলকে শাইনি, স্মুদ ও ভাইব্রেন্ট রাখার জন্যে জেনে নাও চুল একটা কমপ্লিট গাইডলাইন।

 

বেছে নাও পার্ফেক্ট শ্যাম্পু ও কন্ডিশনার  

যেকোনো হেয়ার কেয়ার রুটিনের শুরুতেই আসে ক্লিনজিং এবং কন্ডিশনিং। আর এজন্যে চুলের যেকোনো প্রোডাক্ট সিলেকশনে হতে হবে খুবই কেয়ারফুল। শুধু ভালো বলেই কোন প্রোডাক্ট চুলে ব্যবহার করা এনাফ না। চুলের টাইপ অনুযায়ী পার্ফেক্ট শ্যাম্পু ও কন্ডিশনার সিলেক্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ যে শ্যাম্পু হয়তো কার্লি চুলের জন্যে অনেক ভালো তা স্ট্রেইট চুলের জন্যে একদমই সুইটেবল না হতে পারে। তাই এমন কোনো শ্যাম্পু ও কন্ডিশনার ইউজ করো যা  তোমার চুলের ফ্রিজিনেস, ড্রাইনেস দূর করে চুলে ভলিউম আনতে হেল্প করবে। স্ট্রেইট চুলের জন্য স্পেশালাইজড Sunsilk Perfect Straight Shampoo & Conditioner ট্রাই করতে পারো। এর স্পেশাল সিল্ক প্রোটিন ফর্মুলা চুলের ফ্রিজিনেস দূর করে সিল্কি ও ভাইব্রেন্ট করতে হেল্প করে। এছাড়াও ভলিউম এনে সহজেই চুল ম্যানেজেবল রাখে। তোমার শ্যাম্পুর ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে লাইফস্টাইলের উপর। রেগুলার  ধুলাবালিতে বের হতে হলে ১দিন পরপর শ্যাম্পু করতে ট্রাই করো।

 

add-a-dash-of-life-to-your-straight-hair-with-an-easy-routine-04

 

ইন্সট্যান্ট সলিউশনে ড্রাই শ্যাম্পু 

চুল একটু বোরিং বা স্যাড দেখানোর মানে এই না সাথে সাথে শ্যাম্পু করতে হবে। আর প্রতিদিন শ্যাম্পু করা তোমার চুলের ন্যাচারাল অয়েল সরিয়ে ফেলে যাতে চুল ময়েশ্চার হারায়। তাই শ্যাম্পু করার সেকেন্ড অথবা থার্ড দিনে চুল যদি ডাল দেখায় সহজ সলিউশন হিসেবে ড্রাই শ্যাম্পু ইউজ করতে পারো। ড্রাই শ্যাম্পু বেসিক্যালি তোমার স্কাল্পের কাছাকছি চুলের এক্সেস অয়েল ও গ্রিজ সরিয়ে চুলে ভলিউম ও লাইফ এনে দেয়। তাই শ্যাম্পু করার ১/২ দিন পরেও হেয়ারস্টাইল করা হয় অনেক সহজ। নতুন করে ড্রাই শ্যাম্পু কেনা ঝামেলার মনে হলে, খুব সহজে নিজেই তা বানিয়ে নাও। 

যা যা লাগবে:
•    দারুচিনি পাউডার ২ টেবিল চামচ
•    কর্নস্টার্চ ২ টেবিল চামচ 
•    ল্যাভেন্ডার অয়েল ১ টেবিল চামচ 

প্রথমে দারুচিনি পাউডার ও কর্নস্টার্চ ভালোমতো মিক্স করে নাও। এবার এতে ল্যাভেন্ডার অয়েল অ্যাড করে আবার ভালোমতো মিক্স করো। তোমার ড্রাই শ্যাম্পু রেডি!  
ড্রাই শ্যাম্পু অ্যাপ্লাই করাও অনেক সহজ। প্রথমে একটা ক্লিন মেকআপ ব্রাশ দিয়ে চুলে অ্যাপ্লাই করে নাও। তারপর আঙুল দিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করো। ৫-১০ মিনিট পর চুল ভালোভাবে ব্রাশ করে নাও এতে অতিরিক্ত পাউডার রিমুভ হয়ে যাবে। 

তবে ড্রাই শ্যাম্পু খুব বেশি ইউজ না করাটাই ভালো। কারণ এতে ড্রাই স্কাল্প বা ড্যানড্রাফের মতো প্রবলেম হতে পারে।  

 

add-a-dash-of-life-to-your-straight-hair-with-an-easy-routine-03

 

ফ্রিজিনেস্‌ দূর করতে ন্যাচারাল হেয়ার মাস্ক 

তোমার চুলকে ময়েশ্চারাইজড ও হাইড্রেটেড রাখতে শুধু কন্ডিশনার যথেষ্ট নয়। আর চুল যখন প্রপ্রার ময়েশ্চার পায়না তখন তা হয়ে যায় ড্রাই, ডাল ও লাইফলেস। তাই সপ্তাহে একদিন চাই ডিপ কন্ডিশনিং মাস্ক যা চুলের ফ্রিজিনেস দূর করে হেল্‌দি ও সফ্‌ট রাখতে হেল্প করবে। ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে সহজেই মাস্কটি বানিয়ে নাও।  

যা যা লাগবে
-    কলা ১টি 
-    টকদই ২ টেবিল চামচ
-    মধু ১ টেবিল চামচ 

সব ইনগ্রেডিয়েন্ট একসাথে ব্লেন্ড করে নাও। এবার সম্পূর্ন চুলে অ্যাপ্লাই করো এবং শাওয়ার ক্যাপ দিয়ে সব চুল আটকে নাও। ৩০-৪৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলো। কলা চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে চুল ময়েশ্চারাইজড রাখে আর ফ্রজিনেস দূর করে। টকদই এর ল্যাকটিক অ্যাসিড ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে হেল্প করে। 

 

 

add-a-dash-of-life-to-your-straight-hair-with-an-easy-routine-02

 

রেগুলার ট্রিমিং 

স্ট্রেইট চুলের আগা তুলনামূলকভাবে তাড়াতাড়ি ফেটে যায়। তাই প্রতি চার থেকে ছয় সপ্তাহ 
পরপর ভালোভাবে ট্রিম করতে হবে। 

দেখলে তো কতো সহজেই তুমি তোমার ন্যাচারাল স্ট্রেইট চুলের যত্ন নিতে পারো! তাই ন্যাচার ব্লেস্‌ড এই চুলকে ফ্রিজ ও ডালনেস থেকে বাঁচিয়ে সুন্দর ও গর্জিয়াস রাখতে আজ থেকেই ফলো করা শুরু করো এই রুটিন।   


রিলেটেড পোস্ট