কোকোনাট অয়েলের ৫টি ম্যাজিক্যাল ইউজ!

কোকোনাট অয়েলের ৫টি ম্যাজিক্যাল ইউজ!

ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, সবাই হেয়ার সলিউশনে কোকোনাট অয়েল ইউজ করছে। তাই কোকোনাট অয়েল অনেকের কাছে শুধু হেয়ার কেয়ার প্রোডাক্ট হিসেবেই পরিচিত।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে, হেয়ার কেয়ার ছাড়াও কোকোনাট অয়েলের আরও অনেক সারপ্রাইজিং বেনিফিট্‌ আছে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কোকোনাট অয়েলের এমন ৫টি ম্যাজিকাল ইউজ!

চলো দেখি কীভাবে সিম্পল এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টটি হতে পারে তোমার সুপার ন্যাচারাল বিউটি ইনগ্রেডিয়েন্ট।

 

মেকআপ রিমুভার

মেকআপ রিমুভারের পেছনে অতিরিক্ত টাকা খরচ করতে না চাইলে ইজি সলিউশন হিসেবে কোকোনাট অয়েল ইউজ করতে পারো। কোকোনাট অয়েল কটন বল দিয়ে হালকাভাবে ফেস-এ অ্যাপ্লাই করলেই মেকআপ এবং ডার্ট উঠে আসবে। এছাড়াও এটি মেকআপ রিমুভারের পাশাপাশি স্কিন ময়েশ্চার্‌ড ও হাইড্রেটেড রাখবে।

 

মেকআপ ব্রাশ ক্লিঞ্জার

যারা রেগুলার মেকআপ করো তারা হয়তো জানো মেকআপ ব্রাশ ক্লিন করা কতটা ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া ও পিম্পল ফ্রি স্কিনের জন্য প্রতি মাসে অন্তত একবার মেকআপ ব্রাশ ক্লিন করা উচিত। কিন্তু মেকআপ ব্রাশ ক্লিন করার পর অনেক সময় ব্রাশের সফ্‌টনেস নষ্ট হয়ে যায়। তাই ক্লিন করার আগে কোকোনাট অয়েল হালকা গরম করে নাও এবং এতে ব্রাশ ৫-১০ মিনিট ভিজিয়ে রাখো। কোকোনাট অয়েলের ন্যাচারাল ময়েশ্চারাইজার ব্রাশ সফ্‌ট রাখবে এবং অ্যান্টি ফাঙ্গাল বেনিফিট্‌ ব্রাশকে ব্যাকটেরিয়া ফ্রি করতে হেল্প করবে।

 

ন্যাচারাল স্ক্রাব

আমি সবসময় একটু মাইল্ড ও ন্যাচারাল স্ক্রাব পছন্দ করি। এতে স্ক্রাবিং-এর পর স্কিন ড্রাই বা ড্যামেজ হওয়ার চান্স থাকে না। কোকোনাট অয়েল খুব ভালো ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করে। এক টেবিল চামচ কোকোনাট অয়েলের সাথে এক টেবিল চামচ চিনি মিশিয়ে স্ক্রাব বানিয়ে নাও। প্রতি উইকে ১ দিন স্ক্রাব করলে স্কিন ময়েশ্চার্‌ড ও গ্লোয়িং থাকবে। তুমি চাইলে ফেস-এর পাশাপাশি বডি স্ক্রাব হিসেবেও এটি ব্যবহার করতে পারো।

5-magical-uses-of-coconut-oil-02

 

নেইল কেয়ার

রাতে ঘুমানোর আগে নখের কিউটিকলে কোকোনাট অয়েল ম্যাসাজ করো। এতে কিউটিকল সফ্‌ট এবং নখ স্ট্রং থাকবে।

5-magical-uses-of-coconut-oil-03

 

আই ক্রিম

অ্যাগেইন মানি সেভিং! কোকোনাট অয়েল তোমাকে আই ক্রিমের অতিরিক্ত খরচ থেকেও বাঁচিয়ে দিবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ২-৩ ফোঁটা কোকোনাট অয়েল খুব সফ্‌টলি চোখের নিচে ম্যাসাজ করো। রেগুলার এই ম্যাসাজ ডার্ক সার্কেল কমাতে এবং আই স্কিন টাইট রাখতে খুবই হেল্পফুল।

কোকোনাট অয়েল ন্যাচারাল ও ইজি বিউটি সলিউশনের পাশাপাশি তোমাকে অনেক এক্সট্রা খরচ থেকেও বাঁচাবে। আমি শিওর আজকের পর থেকে এই সিম্পল হেয়ার অয়েল তোমার ফেভারিট বিউটি প্রোডাক্ট-এর লিস্টে জায়গা করে নিবে!

 

 


রিলেটেড পোস্ট