হেলমেট ইউজারদের জন্য ৫টি চমৎকার হেয়ার কেয়ার টিপস!

হেলমেট ইউজারদের জন্য ৫টি চমৎকার হেয়ার কেয়ার টিপস!

শুধু আইনী বাধ্যবাধকতার কারণেই না, সেফটির জন্যও মোটরবাইক/ টু হুইলার রাইডারদের হেলমেট ট ইউজ করা অনেক ইম্পর্ট্যান্ট! কিন্তু লং টাইম হেলমেট ইউজ হেয়ার ফল, ড্যামেজ, ডেনড্রাফসহ আরও অনেক প্রবলেমের কারণ। যাদের অলরেডি ডেনড্রাফ, স্কাল্প ইনফেকশনের মতো প্রবলেম আছে, হেলমেট ইউজ করার কারণে তাদের এসব প্রবলেম আরও বেড়ে যায়!       

তাহলে হেলমেট ইউজ করা মানেই কি এসব প্রবলেম মেনে নেওয়া জ? একদমই না! সিম্পল কিছু টিপস ফলো করে হেলমেট ইউজ করার পরও চুল রাখা যায় হেলদি ও প্রবলেম ফ্রি।

 

চুল সবসময় ক্লিন রাখা  

হেলমেট ইউজাররা সবচেয়ে বেশি যে প্রবলেম সাফার করে, তার মধ্যে একটি হলো চুল পড়া। লং টাইম হেলমেট ইউজ করার ফলে স্কাল্পে প্রডিউস হওয়া সিবাম ও ঘাম একসাথে মিশে যায়। এর ফলে স্কাল্পে ও চুলে অনেক ডার্ট আটকে থাকে এবং হেয়ার ফল শুরু হয়। এছাড়াও স্কাল্পে ঘাম জমে থাকলে তা থেকে ডেনড্রাফ প্রবলেম আরও বেড়ে যায়। তাই হেলমেট ইউজারদের হেলদি হেয়ার মেইনটেন করার প্রথম স্টেপ হলো রেগুলার ক্লিনজিং। একটি মাইল্ড শ্যাম্পু/ ক্লিনজার দিয়ে প্রতিদিন অথবা একদিন পরপর স্কাল্প ও চুল ক্লিন করতে হবে। 

স্কাল্পে লেগে থাকা ডার্ট, ঘাম ও অতিরিক্ত অয়েল ক্লিন করার পাশাপাশি ডেনড্রাফ কন্ট্রোল করতে Sunsilk Hijab Recharge Anti Dandruff Shampoo ইউজ করতে পারো। বায়োনিউট্রিয়াম 10 ও কুলিং মিন্ট যুক্ত  এই শ্যাম্পুটি ছেলেদের জন্য বিশেষভাবে তৈরি। এটি ছেলেদের স্কাল্প  নারিশ করে এবং ডেনড্রাফ প্রোটেকশনে হেল্প করে।

 

ফ্রিকশন থেকে বাঁচতে ময়েশ্চারাইজিং  

হেলমেটের ভেতরের পার্টের সাথে চুলের ফ্রিকশন, হেয়ার ব্রেকেজ ও ড্যামেজের অন্যতম কারণ। চুল প্রোপারলি ময়েশ্চারাইজড রেখে এই ফ্রিকশন ইফেক্ট অনেকটাই কমানো সম্ভব। চুল ময়েশ্চারাইজড রাখতে শ্যাম্পু ইউজ করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে। ন্যাচারাল হেয়ার ময়েশ্চারাইজার হিসেবে কোনোনাট অয়েল, অ্যালোভের জেল এসব ইউজ করতে পারো। 

 

5-excellent-hair-care-tips-for-helmet-users-02

 

ডেনড্রাফ থেকে বাঁচতে মধু  

ডেনড্রাফ প্রবলেমের ন্যাচারাল সলিউশন হিসেবে মধু ইউজ করতে পারো। মধুর অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ডেনড্রাফ দূর করে স্কাল্প হেলদি রাখতে হেল্প করে। ৯০% মধুর সাথে ১০% পানি মিক্স করে স্কাল্পে আস্তে আস্তে ম্যাসাজ করো এবং কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলো। ইউরোপিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চের একটা স্টাডিতে দেখা যায়, এই মিক্সচারটি স্ক্যাল্পের ইচিং, ফ্ল্যাকিনেস এবং অতিরিক্ত অয়েল প্রোডাকশন কমাতে খুবই কার্যকরি।

 

5-excellent-hair-care-tips-for-helmet-users-03

 

সঠিক হেলমেট সিলেকশন  

টাইট হেলমেট ট্র্যাকশন অ্যালোপেসিয়ার জন্য দায়ী। ট্র্যাকশন অ্যালোপেসিয়া হলো এক ধরণের অ্যালোপেসিয়া বা টাক। এটি সবসময় চুল পেছনের দিকে টেনে বেঁধে রাখার কারণে হয় এবং এর ফলে সামনের দিকের চুল কমে আসে। অতিরিক্ত টাইট হেলমেট অনেক সময় সামনের চুল পেছনের দিকে টেনে রাখে, যা থেকে ট্র্যাকশন অ্যালোপেসিয়ার হতে পারে। এর থেকে বাঁচতে অতিরিক্ত টাইট হেলমেট অ্যাভয়েড করতে হবে। একটি সঠিক সাইজের হেলমেট সিলেক্ট করো যা খুব বেশি টাইট না আবার বেশি লুজও না। 

 

হেলমেট রেগুলার ক্লিন করা 

লং টাইম হেলমেট ইউজ করার কারণে আমাদের স্কাল্প ঘেমে যায়। ঘাম ও ডার্ট জমে হেলমেটের ভেতর ফাঙ্গাল গ্রোথ হওয়ার চান্স থাকে। তাই এসব ডার্ট, ঘাম অবশ্যই রেগুলার ক্লিন করতে হবে। আর ইউজ করার পর হেলমেট আলো বাতাস যুক্ত জায়গার রাখতে ট্রাই করো, এতে এর ভেতর ড্রাই ও স্মেল ফ্রি থাকবে।

 

স্কার্ফ দিয়ে চুল কাভার করা 

ফ্রিকশন ও হেয়ার ফল কমানোর একটি ইফেক্টিভ সলিউশন হলো, হেলমেট পরার আগে কাপড় বা স্কার্ফ দিয়ে চুল কাভার করা। এছাড়াও এটি স্কাল্পের ঘাম অ্যাবজর্ব করে নেয়, তাই হেলমেটের ভেতরের অংশ ক্লিন থাকে। তবে স্কার্ফ অবশ্যই প্রোপারলি ক্লিন ও ড্রাই থাকতে হবে।

হেলমেট ইউজ করা মানেই হেয়ার প্রবলেম মেনে নেওয়া না!  জ  এই সিম্পল ও ইজি টিপসগুলো রেগুলোর ফলো করে সহজেই পেতে পারো হেলদি ও প্রবলেম ফ্রি হেয়ার!


রিলেটেড পোস্ট