৫টি ব্রিলিয়ান্ট হ্যাক ফলো করে ফেভারিট বিউটি প্রোডাক্ট ব্যবহার করো অনেএএএক দিন!

৫টি ব্রিলিয়ান্ট হ্যাক ফলো করে ফেভারিট বিউটি প্রোডাক্ট ব্যবহার করো অনেএএএক দিন!

আমার ফেভারিট ফাউন্ডেশন অনেকটা আমার বেস্টফ্রেন্ডের মতো। বেস্টফ্রেন্ডকে যেমন কখনো হারাতে চাই না, তেমনি ফেভারিট ফাউন্ডেশন শেষ হয়ে যাক তা একদমই চাই না! কারণ পার্ফেক্ট শেড ও পার্ফেক্ট টেক্সচারের ফাউন্ডেশন খুঁজে পাওয়াটাও অনেক কঠিন...      

আমি শিওর তোমরা অনেকেই এই স্ট্রাগলের সাথে পরিচিত। এমন কিছু ফেভারিট মেকআপ/  বিউটি প্রোডাক্ট আছে যেগুলো অনেক দিন ব্যবহার করতে চাও। বিউটি প্রোডাক্ট অনেক দিন ভালো রাখতে আমি সবসময় জ কিছু হ্যাক ফলো করি।       

আজকে আমার এই হ্যাকগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো ফলো করলে তোমার   বিউটি প্রোডাক্ট অনেক দিন ব্যবহার করতে পারবে, আর সেইসাথে মানি সেভিং তো আছেই!

 

ময়েশ্চারাইজারের সাথে অয়েল অ্যাড করো   

ধরো তোমার ক্রিম বেসড ময়েশ্চারাইজারটি প্রায় শেষের দিকে। এক্ষুনি বাইরে বের হয়ে নতুন ময়েশ্চারাইজার কেনা সম্ভব ল না। এমন সিচুয়েশন আমরা অনেকেই লাইফে ফেস করি! ইন্সট্যান্ট সলিউশন হিসেবে এই সিম্পল হ্যাক ফলো করতে পারো।  

ময়েশ্চারাইজারের সাথে কয়েক ফোঁটা নারিশিং অয়েল (কোকোনাট, অলিভ বা আমন্ড) অ্যাড করো এবং ভালোমতো মিশিয়ে নাও। এতে ময়েশ্চারাইজারের পরিমাণ বাড়বে। এছাড়াও এটি হাইড্রেটিং নাইট ক্রিম হিসেবে দারুণ কাজ করবে!

 

লাইটওয়েট ময়েশ্চারাইজারে ফাউন্ডেশন টিকবে অনেক দিন! 

শুরুতেই বলেছি, পার্ফেক্ট শেডের ফাউন্ডেশন খুঁজে পাওয়া কতটা কঠিন! তাই যখন ফুল কাভারেজের প্রয়োজন হয় না, তখন আমি অল্প একটু ফাউন্ডেশনের সাথে সমান পরিমাণ  লাইটওয়েট ময়েশ্চারাইজার অ্যাড করে নেই। এতে ফাউন্ডেশনের কাজ হয়, পাশাপাশি আমার স্কিন হাইড্রেটেডও থাকে!

 

5-brilliant-hacks-to-make-your-beauty-products-last-longer-02

 

লিপস্টিক দিয়ে বানিয়ে নাও ক্রিম ব্লাশ

লিপস্টিকের শেষের অনেকটুকুই নিচে আটকে থাকে, যা আর অ্যাপ্লাই করা যায় না। শেষ হয়ে  যাওয়া লিপস্টিক ফেলে না দিয়ে, সহজেই ক্রিম ব্লাশ বানিয়ে নিতে পারো। ছোট একটা চামচ দিয়ে নিচে আটকে থাকা লিপস্টিক বের করে নাও। এবার একটা ছোট ও পরিষ্কার কনটেইনারে স্টোর করো। হয়ে গেলো তোমার সফট ক্রিম ব্লাশ!

 

জমে যাওয়া নেইলপলিশ ফিক্স করবে রাবিং অ্যালকোহল 

ফেভারিট শেডের নেইলপলিশ জমে যাওয়ার কষ্টটা আমি বুঝি! কিন্তু জমে যাওয়া বা থিক হয়ে যাওয়া মানে এই না তা ফেলে দিতে হবে। রাবিং অ্যালকোহল দিয়ে খুব সহজেই এটি ঠিক ক্স করতে পারো। নেইলপলিশে কয়েক ফোঁটা রাবিং অ্যালকোহল অ্যাড করো, এবং ভালোমতো ঝাঁকিয়ে মিশিয়ে নাও।

 

5-brilliant-hacks-to-make-your-beauty-products-last-longer-03

 

টেক কেয়ার করো ফেভারিট পারফিউমের  

আমরা সবাই চাই আমাদের ফেভারিট ও এক্সপেন্সিভ পারফিউমটি অনেক দিন ভালো থাকুক!    যদিও পারফিউমের অ্যাভারেজ লাইফ দুই বছর। কিন্তু অনেক সময় তার আগেই এর গন্ধ কিছুটা নষ্ট হয়ে যায়। ব্যবহার করার সময় একটু কেয়ারফুল হলে তা অনেক দিন ভালো রাখতে পারবে।    

প্রথমত, পারফিউম সরাসরি সানলাইটে রাখা যাবে না, কারণ সানলাইট পারফিউমের গন্ধ নষ্ট করে দিতে পারে। এছাড়া ওয়াশরুমের হিট শাওয়ারও পারফিউম অক্সিডাইজ করে ফেলে এবং এর গন্ধ নষ্ট হয়ে যায়। তাই এটি সবসময় একটু ঠান্ডা ও ড্রাই জায়গায় রাখতে ট্রাই করো। আর প্রতিবার ব্যবহারের পর এর ঢাকনা খুব ভালোভাবে বন্ধ করতে ভুলো না!  

সো, কেমন লাগলো আমার এই হ্যাকগুলো? আশা করি এগুলো তোমার ফেভারিট বিউটি   প্রোডাক্ট অনেক দিন ভালো রাখতে হেল্প করবে। আর অতিরিক্ত টাকা খরচ অনেকটাই কমিয়ে দিবে!


রিলেটেড পোস্ট